শল্পি মন্ত্রী নরুল মজদি মাহমুদ হুমায়ুন বলেছেন, বন্ধ নয় বা বেসরকারি খাতে নয় ঠাকুরগাঁও সুগামিলকে আরো আধুনিকায়ন করা হবে। মিলটির সাথে জড়িতদের স্বার্থ দেখার জন্যই আমরা এসেছি। কিভাবে মিলটিকে আরো অত্যাধুনিক করা যায় সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে। শ্রমিকদের কর্মসংস্থান সৃস্টি করা। আয়ের ব্যবস্থা করার জন্য বিনিয়োগের মাধ্যমে কিভাবে লাভজনক করা যায় তার উদ্যোগ নেয়া হচ্ছে। এ কারনে চিনি শিল্পকে নতুন করে সাজানো হচ্ছে। বৃহস্পতিবার বিকে চারটায় ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরে তিনি সুগারমিল কর্মকর্তা কর্মচারি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন।
এসময়, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।