টানা ৫ দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গত ৩১ জুলাই শুক্রবার থেকে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানী-রফতানি কার্যক্রম বন্ধ রেখে টানা ৫দিনের ছুটি ঘোষনা করে বন্দরের ব্যবসায়ীদের সংগঠন হিলি স্থলবন্দর আমদানি-রফতানি কারক গ্রæপ।ঈদের ছুটিতে দীর্ঘ নিরবতার পর সকাল থেকে আমদানী-রফতানি কার্যক্রম শুরু হওয়াই আবারো প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। বন্দরের বে-সরকারী অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে শ্রমিকরা বন্দরের প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে ট্রাকে পণ্য উঠা-নামা, পরিবহন ও ছাড় করণের কাজ শুরু হয়েছে।