কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শেষ মুহুর্তে চলছে মঞ্চ সাজানো, মাঠের চারিপাশ বিভিন্ন রং বেরং এ কাপড়ে সজ্জিত করা। ফেস্টুন, ব্যানার , প্লেকার্ড, পোস্টারে ছেয়ে গেছে পুরো মাঠের আশপাশের দালান কোঠা। খেলাকে ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে ক্রীড়া প্রেমিদের মাঝে। দৃষ্টি নন্দিত করতে মাঠের গ্যালারী ও সিমানা প্রাচীর নতুন রং এ রাঙ্গানো হচ্ছে। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক কমিটি।এদিকে খেলাকে কেন্দ্র করে অংশ গ্রহনকারী দলগুলো অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আয়োজক কমিটির পাশাপাশি খেলোয়ারগণ মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিতে দেখা গেছে । খেলাকে জানান দিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ২৩ ডিসেম্বর সোমবার উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবেন দাউদকান্দি বনাম হোমনা একাদশ। খোলয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-১ ( দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল ( অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল ইসলাম খান বলেন, সকলের সমন্বয়ে একটি আকর্ষনীয় অনুষ্ঠান ও ফুটবল টুর্নামেন্ট উপহার দিতে পারবো।