কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও দাউদকান্দি উপজেলার
সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ পারুল আক্তারের উদ্যোগে ও অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯ এপ্রিল বুধবার বিকালে
তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নয়াগাঁও গ্রামে করোনা ভাইরাস সংক্রমণের কারনে খেটে খাওয়া অসহায় দিনমজুর শ্রমিক মেহনতী মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মোসাম্মাৎ পারুল আক্তার এবং তাহার স্বামী দাউদকান্দির জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলমগীর হোসেন মোল্লার নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাস্ক সেনিটাইজার বিতরণ করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা আমাদের সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরণ করছি।
আমরা আহবান করব সমাজের বিত্তবান ব্যক্তিরা যেন দেশের দুর্যোগ মুহূর্তে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। এসময় ওয়ার্ড মেম্বার আমির হোসেনসহ গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।