মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার কলাকান্দা গ্রামে শতাধিক গরীব, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে তরুন ব্যবসায়ী জাহাঙ্গাল আলম।
তিনি মুড়ি, ছোলা বুট, চিনি, আলু, তেল প্রদান করেন।
ব্যবসায়ী জাহাঙ্গাল আলমের দেয়া ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গরীব ও দিনমজুর পরিবারের সদস্যরা।
জাহাঙ্গাল আলম বলেন, ‘সমাজের বিত্তবানদের উচিত করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতায় এগিয়ে আসা। আমি প্রতি বছরের ন্যায় এবারও রমজান উপলক্ষে মানুষের পাশে থাকা চেষ্টা করেছি। দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকলে সৃষ্টিকর্তা আল্লাহ বেশি খুশি হন’।