জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, তিনি এ মাসে দলের নেতা হিসেবে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফলে মাত্র এক বছর শাসনের পর তার মেয়াদের অবসান ঘটতে যাচ্ছে। তার দলের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব তোশিহিরো নিকাই সাংবাদিকদের বলেন, দলের সিনিয়র সদস্যদের এক জরুরি বৈঠকে সুগা তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। নিকাই বলেন, ‘আজ দলের নির্বাহী বৈঠকে (দলের) প্রেসিডেন্ট সুগা জানান, তিনি করোনাভাইরাস মোকাবেলার বিভিন্ন পদক্ষেপের বিষয়ে তার প্রচেষ্টা তুলে ধরতে চান এবং দলের নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানান।’ এলডিপির মহাসচিব আরো বলেন, ‘সত্যি বলতে, আমি বিস্মিত। এটা সত্যি দুঃখজনক। তিনি তার পক্ষে করণীয় সবকিছু করেছেন। তবে সব দিক গুরুত্বের সাে বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’ গত মাসে সুগার সরকারের ক্ষমতায় থাকার বিষয়ে একটি জরিপ চালায় জাপানের সংবাদ সংস্থা ‘কিয়োদো’। সে জরিপে এ যাবৎকালের সর্বনিম্ন রেটিং পাওয়ার পর সুগা এমন আকস্মিক ঘোষণা দিলেন। স্বাস্থ্যজনিত জটিলতার কারণে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পদত্যাগ করার পর গত বছর সুগা দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৯ সেপ্টেম্বরের নির্বাচনে দলের নেতা হিসেবে সুগা পুনর্নির্বাচন করবেন বলে জোরালোভাবে আশা করা হয়েছিল।