১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দাউদকান্দি ও মেঘনায় বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দাউদকান্দি সদরে শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে, বাংলাদশে আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদশে ইঞ্জিনিয়ারস ইনস্টডিটিউিসন এর সভাপতি ইঞ্জিনিয়ার মো: আব্দুস সবুর । তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কাযকর করে জাতি কলঙ্কমুক্ত হয়ছে। একইভাবে বাঙালির আত্মঘাতী চরিত্রের অপবাদরেও অবসান ঘটছে। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার লক্ষেই স্বাধীনতার বিরোধীতাকারী এবং দেশ-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক শাহজাহান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লার উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয়, কুমিল্লার উত্তর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও কুমিল্লার জেলা পরিষদের সদস্য মোসাঃ পারুল আক্তার, শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, ইঞ্জি. মহিউদ্দিন সিকদার ও মতিউর রহমান খান প্রমূখ । শোক সভায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনরে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । পরে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলরে মাঝে খাবার বিতরণ করা হয় ।