রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন

জাতীয় শোক দিবস আজ

আলমগীর হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৩৮৮ Time View

আজ ১৫ আগষ্ট, জাতীয় শোক দিবস । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় শোক দিবসে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করছে।  সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ এবং সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  এছাড়াও গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। শোক দিবস উপলক্ষে সারাদেশে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপর আলোচনা, মিলাদ, দোয়া, কাঙ্গালী ভোজ, দেশের গানসহ নানা কর্মসূচীর আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231