বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার চলমান আন্দোলন সংগ্রামে কার্য্কর ভূমিকা রাখার লক্ষ্যে এবং ছাত্রদলের উপজেলা ও পৌরসভার অধীন শাখা সমূহকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে গড়ে তোলার অভিপ্রায়ে, উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে, তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আগামী ৫ নভেম্বর এর মধ্যে প্রতিটি ইউনিট সমূহের অনধিক ১১ (এগার) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশ প্রধান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল ১০ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।