মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পৌর কার্যালয়ে প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
ছেংগারচর পৌরসভায় সকল কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ কে নিয়ে এ বিশেষ সমন্বয় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্ত াপসাধারণ সম্পাদক জামান সরকার, কাউন্সিলর বৃন্দ।