রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ অপরাহ্ন

ছাত্রলীগের পদ হারালেন শোভন ও রাব্বানী

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮২ Time View

বিতকির্ত কর্মকান্ডে জড়িত থাকার দায়ে পদ হারালেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজউয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।নতুন ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন আগের কমিটির প্রথম সহ সভাপতি আল-নাহিয়ান খান জয়। আর নতুন সাধারণ সম্পাদক আগের কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ১৪ স্পেটেম্বর শনিবার রাতে  আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই নির্দেশ দেন ছাত্রলীগের সাংগঠনিক প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানানা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোভন-রব্বানী ছাড়া কমিটির বাকি সদস্যরা ঠিকই থাকছেন বলে জানান তিনি। এছাড়া শোভন ও রাব্বানিকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উল্লেখ্য, ২০১৮ সালের ১১ ও ১২ মে নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়াই ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৯তম জাতীয় সম্মেলন শেষে ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক মনোনীত করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231