কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মহাসড়কে পাশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ট্রাফিক আইন ও স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।বুধবার দুপুরে উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত সভায় মিয়াবাজার হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মঞ্জুরুল হক।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ডে অফিসার আইয়ুব আলী,এস আই আনোয়ার হোসেন সহ আরো অনেকে।