কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন এর পন্নারা গ্রামে হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মকর্তার বাড়ীতে ঢুকে পরিবারের উপর দেশীয় ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের চিহ্নিত একাধিক মামলার আসামি নাজিম উদ্দীন এর বিরুদ্ধে।এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আব্দুল আউয়াল বাদী হয়ে নাজিম উদ্দীন, ইউপি সদস্য সারোয়ার হোসেন সহ অজ্ঞাত ৩/৪ জন কে বিবাদী করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় যে পন্নারা গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মরহুম ছিদ্দিকুর রহমানের বাড়ীতে গত বুধবার সকালে বিবাদী পক্ষ এই হামলা চালায়, এঘটনায় ধারালো ছুরির আঘাতে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয় মরহুম সরকারি কর্মকর্তার ছেলে মাঈন উদ্দিন খোকন,এসময় আহত হয় পরিবারের আরো ৩ সদস্য।এই ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।অভিযোগ এর বিষয় টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। এসময় তিনি জানান অভিযোগ টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে পরবর্তী তে বিস্তারিত জানানো হবে।এই হামলার ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।