কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন এর দুর্গাপুর গ্রামের স্বামী পরিত্যক্ত সর্বহারা শারীরিক প্রতিবন্ধী অসহায় ছেনোয়ারা বেগম থাকার ঘরের কঠিন দূরাবস্থা ও গলায় থাকা আধাকেজি ওজনের টিউমার টির অপারেশন এর জন্য আর্থিক সহযোগিতা কামনা করছেন স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল সহ সমাজের বিত্তবান দের নিকট।গতকাল সরজমিনে আমাদের প্রতিনিধি উপস্থিত হয়ে শারীরিক প্রতিবন্ধী ছেনোয়ারা বেগম এর করুন দূর্দশা অবগত হোন।ছেনোয়ারা বেগম এমন দূরাবস্থায় চিকিৎসা সহযোগিতায় ভালোবাসার দূর্গাপুর নামক সংগঠন এর প্রতিষ্ঠাতা গাজী রুবেল আর্থিক সহযোগিতা সংগ্রহ করার একটি মানবিক উদ্যােগ নিয়েছেন।তিনি আমাদের সংবাদ এর মাধ্যমে দেশে ও প্রবাসে থাকা বিত্তবান দের নিকট মানবিক সহযোগিতা কামনা করেছেন।
মানবিক সহযোগিতা প্রদান করতে বিকাশ পারসোনাল এই নাম্বারে 01842-61989