করোনা ভাইরাসে কৃষকরা জমিতে পাকা ধান নিয়ে পড়েছেন বিপাকে। অর্থের অভাবে শ্রমিক দিয়ে ধান কাটতে পারছে না কৃষকরা। এমন পরিস্থিতি দেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নে চেঙ্গাকান্দি –গোলাপেরচর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন এ ‘স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ৯ মে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামে সংগঠনের সদস্যারা মিলে কৃষকের ধান কাটতে মাঠে নামে । পড়ে পায়ে হেঁটে কৃষকের ধান মাথায় করে তাদের বাড়িতে পৌছে দিয়ে আসেন তাঁরা। তাদের এমন মানবিক উদ্যোগ এলাকার সাধারণ কৃষকরা আনন্দিত। সংগঠনের সদস্য এলাকাবাসী জানান, করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সে কারণে শ্রমিক সংকট আর্থিক যোগান না দিতে পেরে কৃষক ধান কাটতে পারছে না। এই সংগঠনের সদস্যরা গ্রামের যে সকল কৃষক তাঁর পাকা ধান কাটতে পারছেনা ঠিক সংগঠনের সদস্যদের নিয়ে ওই কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দেন। এলাকার প্রবাসী ও দেশে অবস্থানরত তরুণদের মিলে এই সংগঠনটি মাধ্যমে বৃক্ষ রোপণ,রাস্তাঘাট,মসজিদ উন্নয়ন,বেকারদের কর্মংস্থান, ইফতার ওখাদ্য সামগ্রী বিতরণ ,অর্থ দিয়ে দুস্থদের সহায়তাসহ প্রায় ৬লক্ষ টাকার সামজিক কর্তব্য মনে ব্যায় করে করেছেন বলে সংগঠনে সদস্যরা জানান । তারা জানান, আমরা বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিয়েছি। দেশের এই ক্রান্তিকালে আমরা যুব সমাজ যদি এগিয়ে না আসি তাহলে কে দাঁড়াবে তাদের পাশে। তিনি আরো বলেন, সংগঠনের সকল সদস্যদের সাথে পারমর্শ করে এলাকায় যারা ধান কাটতে পারছে না তাদেরও ধান কাটার ব্যবস্থা করে দিব। সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় কৃষদের পাশে দাঁড়ানোর এই সময়ে ‘চেঙ্গকান্দি গোলাপের সমাজ কল্যাণ পরিষদের যে কাজটি করেছে তা অনেকের কাছে উদাহরণ হয়ে থাকবে। এ সংগঠনকে অনুসরণ করে অন্যদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন অনেকে।