“বিবেদ নয় ঐক্য চাই, চুনারুঘাট বাসীকে পাশে চাই”এই শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল চুনারুঘাট নতুন কুঁড়ি বিদ্যানিকেতনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংগঠনের আত্বপ্রকাশ ঘটে। উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নাইম তরফদার সোহেল এর সভাপতিত্বে ও হোসাইন আহমদের মনোমুগ্ধকর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত চুনারুঘাট উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক মিজানুর রহমান,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন,এডভোকেট নজরুল ইসলাম,মাষ্টার আব্দুল আজিজ,মাষ্টার ইমদাদুল হক,খন্দকার মায়া,আবুল কাশেম,সাংবাদিক ফোরাম সভাপতি খন্দকার আলাউদ্দিন, যুগ্ন সম্পাদক শওকত আলী,অনলাইন প্রেসক্লাবের ধর্ম সম্পাদক মোঃ আব্দুল আহাদ,মোঃ আলী জিন্নাহ, উপদেষ্টা হিসেবে উপস্হিত ছিলেন-মুস্তাক আহম্মেদ, সুলতান আহম্মেদ, সেলিম চৌধুরী, সামসুর রহমান , ফয়সল আহমেদ, সেলিম জমাদার, মির্জা হোসাইন, মীর রাজিব, মহিবুর রহমান, সিরাজ মিয়া, শেখ শাহীন, আব্দুল কাইয়ুম, সুলতান সালাউদ্দিন, সামসুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে দুইজন হত দরিদ্রের মাঝে নগদ অর্থ, মধ্যাহ্নভোজ ও সভাপতি নাইম তরফদার সোহেলের নেতৃত্বে মাদক বিরোধী র্যালির মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।