বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের নতুন আরো ১ হাজার কিট হাতে পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।
তিনি আরও জানান, এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। এছাড়া, সিঙ্গাপুরে আক্রান্ত ৫ বাংলাদেশীর মধ্যে আইসিইউতে থাকা একজনের অবস্থা অপরিবর্তিত এবং বাকি ৪ জনের কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান, সেব্রিনা ফ্লোরা।
এদিকে, চীনে এপর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৫৯৫ জনে। আক্রান্তের সংখ্যা প্রায় ৭৭ হাজার ছাড়িয়েছে। আর, অন্যান্য দেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১শ জন।
এছাড়া, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণে নতুন করে আরো ১৬১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬৩ জনে। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, করোনাভাইরাসে ইতালিতে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট তিনজনের মারা গেলো। করোনাভাইরাস সংক্রমিত আতঙ্কে ইতোমধ্যে চীন তার প্রতিবেশী দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক, ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।