চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠা কক্সবাজারের পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১শে এপ্রিল) রাতে, এক প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাঈকা সাহাদাতকে সংযুক্ত করা হয়েছে। আর, তার স্থলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দিকা বেগমকে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে নতুন নিয়োগ দেয়া ইউএনওকে আগামী ৩রা মে এর মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতের বিরুদ্ধে ১৫ টন চাল কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগ উঠে। এছাড়া, নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে গত কয়েক দিন ধরে সমালোচনা চলছিলো।