আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চান্দিনা সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান ও চান্দিনার এমপি অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্তের স্নেহভাজন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাট-বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আবু বকর সিদ্দিক এ গণসংযোগ করেন। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবু বকর সিদ্দিককে চেয়ারম্যান পদে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী সমর্থকবৃন্দ।