মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

চান্দিনা পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে

শাহজালাল সরকার সাজু
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২১৩ Time View

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে চান্দিনা পৌরসভা নির্বাচন। মেয়র ও কাউন্সীলর প্রার্থীদের সরব উপস্থিতে জমে উঠেছে চান্দিনা পৌরসভা নিবর্বাচনের প্রচার প্রচারণা। প্রধান দুই দলের মেয়র প্রাথী ছাড়াও মাঠে সংক্রয়ি সতন্ত্র প্রার্থীরা ও কাউন্সীলর। বিরোদী ও সতন্ত্র প্রার্থরি বলেন , নির্বাচনী ল্যাবেল প্লেন না হয় তাহলে ভোটাররা ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলবে। জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন ব্রাহ্মন পাড়ার মতো চান্দিনা পৌর নির্বাচনে কোন সহিংসতা হতে দেওয়া হবেনা ।

তবে পুলিশ সুপার বলেছেন চান্দিনা পৌর নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231