বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন

চান্দিনা পৌরসভার নির্বাচনের মেয়র প্রার্থীসহ ০৩ জনের মনোনয়নপত্র বাতিল

শাহজালাল সরকার সাজু
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ Time View

মঙ্গলবার সকাল থেকে চান্দিনা উপজেলা অডিটোরিয়াম রোমে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র বাতিলের পর পৌরসভার মেয়র পদে ৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭ জন বৈধ ঘোষনা করা হয়। ২০সে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই সময়ে পৌরসভায় মেয়র পদে ৮ জন সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হন ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে ৭ জন এছা ৯টি ওয়ার্ড থেকে ৪৭ জন সংরক্ষিত ওয়ার্ড থেকে ৭জন নারী কাউন্সিলর বৈধ্য ঘোষনা করা হয়। পৌরসভা মেয়র পদে ৭ জন প্রার্থী হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শওকত হোসেন ভূইয়া, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শামিম হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জামশেদ আহমেদ জাকি, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার , ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজী রেজাউল করিম। মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা প্রকাশ করেন। কাউন্সিলর প্রার্থীদের অনেকেই নির্বাচন নিয়ে তাদের শঙ্কার কথাও জানান। পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ব্ংালাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শওকত হোসেন ভূইয়া বলেন, আগামী ১৬ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছি। আমি মনে করি, সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি পৌরসভার সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান। নির্বাচনী নিয়ম-কানুন মেনে প্রচারণা চালানোর জন্য তার দল ও নির্বাচনী কার্যক্রমে যারা অংশ নেবেন তাদের প্রতি অনুরোধ জানান। বিএনপির প্রার্থী আলমগীর খান বলেন, আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে ভোটাররা অবশ্যই ভোটকেন্দ্রে আসবেন। তিনি বলেন, ভোট হচ্ছে নাগরিক অধিকার। দলীয় প্রভাব বিস্তার কেন্দ্রে না হলে আমি বিপোল ভোটে জয় লাভ করবো । স্বতন্ত্র প্রার্থী শামিম হোসেন বলেন, প্রত্যক্ষ্য ভোটের মাধ্যমে ভবিষ্যতে আপনাদের প্রচন্দের প্রার্থী নির্বাচন করবেন। আমি আশা বাদী নির্বাচনী ল্যাবেল প্লেন থাকলে আমি ভিপোল ভোট জয় লাভ করবো।। চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্ত মোহাম্মদ আহসান হাবীব বলেন, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে অনুরোধ জানান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231