শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় কংগাই উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ওই ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়। শনিবার বিকেলে স্কুল ভবনের ২য় ও ৩য় ও ৪র্থ তলা, সেই সাথে অালী আশরাফ নামে পাঠাগার উদ্বোধন করেন- প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। গল্লাই উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক দীপক কুমার মজুমদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতাঘাসী ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন, চান্দিনা উপজেলার উপ- সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম, কংগাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র রায়, গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাতেন, গল্লাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আবুল খায়ের, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাউছার আলম, মহিলা আওয়ামী নেত্রীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।।