আজ বৃহস্পতিবার( ১১) দুপুর ১.৩০ মিনিট কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারিখোলা গ্রামের ভোরের ডাক পত্রিকার সাংবাদিক গোলাম মোস্তফা করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে। জানা যায়,ঈদের তিন দিন পর থেকেই গোলাম মোস্তফার ঠান্ডা কাশ ও শ্বাস কষ্ট দেখা দিলে তিনি চান্দিনায় তার ভাড়া বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করে কিন্তু আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে হসপিটালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়,খবর পেয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের প্রভাবশালী নেতা হাজী মোঃ লিটন সরকারের নেতৃত্বে ১০১ জন সদস্য বিশিষ্ট টিমের ওরা এগারোজন এসে মৃতের দাফন সম্পন্ন করে।এর আগে দুপুরে চান্দিনার সাহা পাড়ার সাহা মেডিকেলের স্বত্ত্বাধিকারী ও চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কিংকর সাহার মৃত্যু হওয়ায় নিজ বাড়ী চান্দিনার সাহাপাড়া জয়মা কালি মন্দির শ্বশানে শেষ কৃতাংনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা লিটন সরকারের নেতৃত্বে ওরা ১১ জনের করোনা স্বেচ্ছাসেবী টিম তার শেষ কৃতাংনুষ্ঠান সু সম্পন্ন করে।এই নিয়ে হাজী লিটন সরকারের নেতৃত্বে অনেক করোনা উপসর্গ নিয়ে মৃতব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।