চান্দিনায় শহীদ নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে, সোমবার বিকেলে বাড়ি থেকে বেড় হলে আর বাড়ি আসেনী। কুমিল্লা মেডিকেল মর্গে মিলে শহিদের মৃত লাশ। শহীদুল ইসলাম ভূইয়া চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত শহিদের ছেলে ইমাম হোসেন জানান, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মালিখিল এলাকায় আমার বাবাকে পাওয়া যায়, হাতপা বাধা অবস্থায় আমার বাবাকে কসটিপ দিয়ে মুখ বন্ধকরে নির্মম ভাবে পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়। নিহত সহিদুলের মা হনুফা বেগম জানান ।
এ বিষয়ে দাউদকান্দি থানার পরিদর্শক মুরাদ হোসেন ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক,ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশথেকে উদ্¦ার করে কুমিল্লা মর্গে পেরন করি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।