আজ বিকেল ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা নয়কামতা মহাসড়কে এক মোটরসাইকেল চালক ছিনতাই কারির দায়ের কোপে জখম হয়েছে। পরে মটর চালক গুরুতর হওয়া তাকে কুমেক পাঠানো হয়। ছিনতাইকারী যাত্রী সেজে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা আসার কথা বলে মোটরসাইকেলে ওঠে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেল ড্রাইভারকে কুপিয়ে গাড়ি ছিনতাই চেষ্টা কালে টহলরত সেনাবাহিনী ছিনতাইকারীকে ঘটনাস্থলে ধরে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ।