শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ের বিনা মুল্যে পাঠ্যপুস্তক বিতরন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধে বিভোর হবে আগামী শুক্রবার। নতুন দিনের এক স্বপ্নের হাতছানিতে এগিয়ে যাবে শিক্ষার্থীরা। উপজেলা শিক্ষা অফিসের আয়োজেন বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী প্রতিশ্রুত্রি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ,উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকাবৃন্দ।