আজ শনিবার (১৭) অক্টোবর সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনা থানার আয়োজনে উপজেলার ১৩ টি ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ১১নং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ (এমপি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াস, চান্দিনা উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মুন্সী, প্রতিটি ইউনিয়নে একজন করে চান্দিনা থানার এস আই এর মাধ্যমে পরিচালনা করা হয়। নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী১১নং বিট পুলিশিং সমাবেশে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি বলেন আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং যেকোনো সময় নারী ধর্ষণ বা নারী বিরোধী কোনো কার্যকলাপে সাথে সাথে থানায় ফোন করবেন। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সে যে কোন দলই করুক না কেন,অপরাধী অপরাধীই। চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন নারী নির্যাতন নারী ধর্ষণ আমরা এগুলাতে কঠোর ভূমিকা পালন করি। কোন নারী যদি নির্যাতিত হয় তাহলে আমরা, আমাদের সমাজ, আমাদের দেশ আমাদের জাতি, সবাই নির্যাতিত। তাই আপনারা সকলেই আপনাদের ছেলে মেয়েদের কে সব সময় সতর্ক ও সচেতনতার মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত রাখতে পারেন। চান্দিনা থানার (তদন্ত) অফিসার মোঃ ওবায়দুল হক বলেন আমরা সব সময় জনগণের সেবায় নিয়োজিত। এস আই অফিসার লক্ষণ চন্দ্র বম্রণ বলেন আমরা নারী নির্যাতন বন্ধের লক্ষ্যে যেকোনো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য।