কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক মো.আলী আশরাফ স্মরণে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আলী আশরাফ প্রতিষ্ঠিত গল্লাই ইসমাঈল দাখিল মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মুনতাকিম আশরাফ টিটুর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, পৌরসভা মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া,সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ,দেলোয়ার হোসেন,শাহাদাত হোসেন, নিমর্ল চন্দ্র, মামুন পারভেজ, মোখলেছুর রহমান দুলু মাষ্টার, এডভোকেট শাহজালাল মিঞা শিপনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মিরা।