কুমিল্লার চান্দিনায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত।
শুক্রবার সকালে প্রাণ গোপাল দত্তের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন মাস্টারের সভাপতিত্বে , যুবলীগ নেতা আতাউর রহমান গনির সঞ্চালনায় পৌর মেয়র, কাউন্সিলরগণ ও ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন-কুমিল্লা-৭ চান্দিনা আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ডা.প্রাণ গোপাল দত্ত, পৌর মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া, কুমিল্লা জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান মজিব, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ সেলিম প্রধান, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা মজুমদার, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদ উল্যাহ সরকার, কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশীদ ,বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ আবু, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, শুহিলপুর ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপন মজুমদার, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান।
সট বক্তব্য: আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত।Attachments area