ছেলে ধরা গুজব” বিষয়ে কুমিল্লার চান্দিনা থানার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় ও হারং উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারনা করেছে চান্দিনা থানা পুলিশ। ২৯ জুলাই সোমবার চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল ফয়সলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ছেলেধরা ও পদ্মাসেতু বিষয়ক গুজব, সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে নানান ধরনের অপপ্রচার এবং গণপিটুনি রোধে আলোচনা সভা করেন। চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল ফয়সল বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়ানোর কোন গোষ্ঠিকে পেলে আপনারা আমাদের খবর দিবেন । তিনি বলেন, এটি সম্পূর্ণরুপে একটি গুজব । কেউ যাতে এ গুজবে বিভ্রান্ত হয়ে আইন নিজের হাতে তুলে না নেয় । কারণ আইন নিজের হাতে তুলে নেয়া একটি ফৌজদারী অপরাধ । তারপরেও যদি কাউকে ছেলে ধরা বলে সন্দেহ হয়, তবে সাথে সাথে নিকটস্থ থানায় জানানোর জন্য সকলের কাছে অনুরোধ করা হয়েছে। অথবা ৯৯৯ নম্বরে জানালে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবে।