কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে জেলা নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে । ৭ ডিসেম্বর শনিবার সম্মেলনস্থল চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আব্দুস সবুর । এদিকে ৮ ডিসেম্বর রবিবার সম্মেলন স্থান পরিদর্শন করেন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মু. রুহুল আমিন, সদস্য সচিব অধ্যক্ষ এম. হুমায়ুন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি আ: মান্নান জয়, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: পারুল আক্তার, শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক মো: বশিরুল আলম মিয়াজী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বাকসী, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, চান্দিনা উপজেলা আ’লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, সাধারণ সম্পাদক এ্যাড. মহিউদ্দীন আহমেদ আলম সহ উত্তর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।