কুমিল্লার চান্দিনায় পৌরসভার নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া। বুধবার বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ড রারিরচর চান্দারপাড় শাহী ঈদগাহ জামে মসজিদ মাঠে ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত এক উঠান বৈঠকে ভোটারদেরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী। উঠান বৈঠকে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আকবর ভুঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, অধ্যাপক শ্রীধর বণিক, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান আশেক, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুরুজ ভুঁইয়া, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাছরিন আক্তার। উঠান বৈঠকে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মীর্জা বাহাদুর,প্রফেসর আবু হানিফ, সহিদুল ইসলাম ভুঁইয়া,এডভোকেট শরিফুল ইসলামসহ উক্ত ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।