চাঁদপুরের কচুয়ার বাইছারায় কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষনার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বাইছারা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাইছারা বাজার নিজামিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাইছারা দারুসসালাম নতুন মাদ্রাসা হয়ে বাইছারা দারুসসালাম পুরাতন মাদ্রাসায় এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় কাদিয়ানিদেরকে জাতীয় সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাইছারা দারুসসালাম নতুন মাদ্রাসা মোহতামিম মাওলানা হারুনুর রশিদ,দারুসসালাম পুরাতন মাদ্রাসা মোহতামিম মুফতি আনোয়ার শাহ্,বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মিজান সরকার,ইউপি সদস্য আঃ বারেক প্রধানসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।