বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন

চাঁদপুরে ৫ পুলিশ সদস্যসহ ১৩ জন করোনা আক্রান্ত

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর, চাঁদপুর
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৫৫ Time View

চাঁদপুরে ৫ পুলিশ সদস্য, এক ইউপি সচিবসহ আরও ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে চাঁদপুরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪ জন। সুস্থ হয়েছেন ১১ জন। বাকীরা হাসপাতাল এবং নিজ নিজ বাসা-বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, শনিবার ১৫১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৩ জন পজেটিভ। বাকি ১৩৯ জনের রিপোর্ট নেগেটিভ। সিভিল সার্জন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৫জন পুলিশ সদস্য, ১জন ইউপি সচিব ও ১জন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৮জন। নতুন আক্রান্ত ৫ পুলিশ সদস্যের মধ্যে ৪জন এসআই ও ১জন কনস্টেবল। তারা চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত। পূর্বের ৩ জনও একই থানায় কর্মরত। নতুন আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ পরপর দু’টি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনা মুক্ত। তিনিসহ এখন জেলায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231