চাঁদপুরে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরন করা হয়েছে।আজ দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক মনিরুল ইসলাম কবির, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারন সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানে ৪৭ জন সাংবাদিকের মাঝে অনুদান প্রদান করা হয়।