বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ অপরাহ্ন

চাঁদপুরে নবম শ্রেণির ছাত্রীকে জবাই করে হত্যা, মৃতদেহ উদ্ধার

মনিরুল ইসলাম মনির
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৬৮৩ Time View

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে জবাই করে হত্যা করে লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা। প্রায় এক মাস ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে থানায় জিডি ছিল।

ওই ছাত্রীর নাম শারমিন আক্তার কাকলী। সে মমরুজ কান্দি সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম বজলু বেপারী। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে।

বুধবার (২২এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি অক্সফোর্ড একাডেমীর একটি কক্ষে গেলে সেই বল কুড়াতে যেয়ে শিশুরা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।

পরে কাকলীর মা রোকেয়া বেগম এসে কাকলীকে শনাক্ত করে। খবর পেয়ে মতলব সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা ও ওসি (তদন্ত) শাহজাহান কামাল ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231