চাঁদপুরের ফরিদগঞ্জে তেলের ভাউচার ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর দক্ষিণ পাশে মঙ্গলবার সকালে তেলের ভাউচার ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এসময় সিএনজি চালক ল²ীপুর জেলার রায়পুর উপজেলার চরমহনা গ্রামের জাহাঙ্গির আলম, সিএনজির যাত্রী ফরিদগঞ্জ উপজেলার চর বড়ালী গ্রামের রুমা বেগম ও শোল্লা গ্রামের মামুনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে এবং মামুন চাঁদপুর সদর হাসপাতালে মারা যায়।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, তেলের ভাউচার চালক পলাতক রয়েছেন। সিএনজি ও তেলের ভাউচারটি পুলিশি হেফাজতে রয়েছে।