চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ঘাগড়া ইউনিয়নের দুধী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা শাখার সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে সংঘটনের মুখপাত্র বাদল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সোসাইটির মহাসচিব মোঃ আনিসুজ্জামান সুজন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লাহ, স্হানীয় ইউপি সদস্য আব্দুল খালেক, সোসাইটির সদস্য সমির হওলাদার,মোঃখোকন মিয়া সহ সোসাইটির নেতৃবৃন্দ এসময় সোসাইটির সকল সদস্য সদস্যাবৃন্দ উপস্হিত ছিলেন। পরে সোসাইটির পক্ষ থেকে পাঁচ শতাধিক ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এছাড়াও সোসাইটির পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও স্হানীয় কালিহর নদীর উপর একটি কাঠের সেতু নির্মাণ করা হয়।