বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম রেঞ্জে দাউদকান্দি সার্কেল শ্রেষ্ঠ নির্বাচিত

আলমগীর হোসেন
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৫২ Time View

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার ৫০ জন সার্কেল অফিসারের শ্রেষ্ঠ সার্কেল দ্বিতীয় নির্বাচিত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জুয়েল রানা। বাংলাদেশে এই প্রথম অভিন্ন মানদন্ডে পুরস্কার প্রদান শুরু হয়েছে। তদন্ত নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, এজাহারভুক্ত আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র-গুলি ও বিস্ফোরক উদ্ধার, অন্যান্য উদ্ধার, পরিদর্শন ও বিবিধ শিরোনামে মোট ৮ টি ভিন্ন মানদন্ডে বরাদ্ধ ১০০ নম্বেরে মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ্য নম্বরের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন প্রক্রিয়া চালু করেছে পুলিশ সদর দপ্তর। অভিন্ন মানদন্ডে এই পুরস্কার চালু হওয়ায় প্রথমেই পুরস্কৃত হলেন সার্কেল এএসপি মো: জুয়েল রানা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ৬ মে রবিবার অপরাধ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার মো: জুয়েল রানার হাতে এ পদক তুলে দেন। দাউদকান্দি সার্কেলে যোগদান করেই দাউদকান্দি ও চান্দিনায় সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এর বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নির্ভর‍যোগ্য নাম সার্কেল এএসপি মো: জুয়েল রানা। অপরাধ দমন ও র্নিমূলের পাশাপাশি সামাজিক দায়বদ্বতার অংশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিরাপদ ফাউন্ডেশন এর মত জনকল‍্যানমূলক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। তিনি নিজ কর্মতৎপরতায় ইতিমধ‍্যেই জয় করেছেন মানুষের হৃদয়ের বিপুল ভালবাসা। আর তাই সহজেই জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের মনে। একজন রাতজাগা অতন্ত্র প্রহরী জুয়েল রানা সততা, আদর্শ, ন‍্যায়নিষ্টা ও কর্তব‍্যপরয়নতার অসামান‍্য রসায়ন,তিনি পুলিশ বাহিনীর উজ্জল ভাবমূর্তির এক অনন‍্য প্রতিকৃতি। সার্কেল এএসপি মো: জুয়েল রানা বলেন, দেশের শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে যে দৃপ্ত শপথ গ্রহণ করেছি- এবং আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সততা-সাহসিকতা এবং দেশ প্রেমের চেতনায় সে অর্পিত দায়িত্ব পালনে আমি বদ্ধপরিকর, ইনশাল্লাহ। সভায় উপস্থিত ছিলেন-চটগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল হোসেন (পিপিএম), অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান (পিপিএম), অতিরিক্ত ডিআইজি মো: সাইফুল ইসলাম, বিপিএম (বার) এবং চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ সুপার। উল্লেখ যে, নাটোরের গুরুদাসপুরে জন্ম নেওয়া মো: জুয়েল রানা ৩৪তম বিসিএসে মেধাক্রমে ১০ম ‘সহকারী পুলিশ সুপার’ হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে বেসিক ট্রেনিং ও বিয়াম ফাউন্ডেশন থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে শিল্পাঞ্চল পুলিশ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি তিনি দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231