চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চট্টগ্রাম বিভাগের সেরা জেলা প্রশাসক নির্বাচিত হন। কাজের স্বীকৃতির অনুভুতি জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর জানান, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। তবে জেলাবাসীর সার্বিক সহযোগীতার জন্যই এমন স্বীকৃতি। আর অবশ্যই যেকোন কাজের স্বীকৃতি পেলে কাজের উৎসাহ অনুপ্রেরণা বেড়ে যায়।