সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে এভারকেয়ার হসপিটালে প্রথমবারের মত থ্রম্বোলাইসিস প্রসিডিউর সম্পন্ন

মোঃ আশিফুজ্জামান ,চট্রগ্রাম প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

সম্প্রতি বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রথমবারের মতো সফল থ্রম্বোলাইসিস প্রসিডিউর সম্পন্ন করেছে। এই সাফল্য উদযাপন করতে ০১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, হসপিটাল প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ডানদিক সম্পূর্ণ প্যারালাইসিস হওয়া ৪৮ বছরের রোগী শামিমা আক্তারকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়। এসময় রোগীর কথা বলাতেও সমস্যা হচ্ছিলো। রোগীর স্ট্রোক হয়েছে ধারণা করে ইমার্জেন্সি ইউনিটের অভিজ্ঞ কর্মীরা দ্রুত রোগীর কিছু ব্লাড টেস্ট এবং মাথার সিটি স্ক্যান করান। টেস্ট থেকে থেকে জানা যায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা আগে মস্তিষ্কে রক্ত জমাট বাধার কারণে স্ট্রোক হয় রোগীটির। সিদ্ধান্ত নেওয়া হয় রোগীটির থ্রম্বোলাইসিস প্রসিডিউর করার। এ প্রসিডিউর খুবই সময় সংবেদনশীল যা স্ট্রোকের সাড়ে চার ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়। এ প্রসিডিউর রোগীর জন্য আরও জটিল ছিলো কারণ রোগী আগে থেকেই ব্লাড থিনার ওষুধ খেতেন এবং তার মেটালিক হার্ট ভাল্ব ছিলো। কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জ-এর মাঝেও কোনো জটিলতা ছাড়াই থ্রম্বোলাইসিস প্রসিডিউরটি সফলভাবে সম্পন্ন হয়। প্রসিডিউর এর পর রোগীকে ২৪ ঘণ্টার জন্য নিউরো আইসিইউতে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। পরের দিন স্ট্রোক ওয়ার্ডে স্থানান্তরিত করার পর তাকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি দিলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এমনকি তিনি কোনও সহায়তা ছাড়াই স্বাধীনভাবে হাঁটাচলাও করেন। রোগীকে সুস্থ পেয়ে হসপিটাল তাকে ডিসচার্জ করে দেয়। প্রসিডিউরটি নেতৃত্বদানকারী এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নিউরোলজির কনসালটেন্ট ডা: মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “থ্রম্বোলাইসিস প্রসিডিউর খুবই সময় সংবেদনশীল। এই প্রসিডিউর স্ট্রোকের সাড়ে চার ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়। আমি মনেকরি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং সুদক্ষ চিকিৎসকের দলের উপস্থিতি এই প্রসিডিউর সফল হওয়ার মূল কারণ।” এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, “রোগীদের সর্বোত্তম সেবা দানের লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ আমরা সর্বোত্তম চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ চিকিৎসক দল নিয়ে সর্বদা প্রস্তুত থাকি। থ্রম্বোলাইসিসের মতো জটিল প্রসিডিউর সাফল্যের সাথেই আমরা দ্রুত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি। হসপিটালে চট্টগ্রামের জনগণের জন্য এ ধরনের অভিনব সেবা নিয়ে আসা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।” এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নার্সিং ডিরেক্টর অ্যানা পলি বলেন, “স্ট্রোকের রোগীদের যত্নের ক্ষেত্রে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম আন্তর্জাতিক মান ও নির্দেশিকা অনুসরণ করে। রোগীদের স্ট্রোকের জটিলতা নিরাময় নিশ্চিতে সর্বোত্তম সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231