করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি , করেনাকে না বলি জীবনকে হ্যাঁ বলি এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে, আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর সাগরিকা গরু বাজারে সাধারণ মানুষদের মাঝে মাক্স বিতরণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য সতর্ক করা হয় , চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ফাউন্ভার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিমের নেতৃতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বারের ভাইরেক্টর মোস্তারী মোরশেদ স্মৃতি, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম,চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমাসের্র সিনিয়র ফাউন্ডার মেম্বার ও প্রাত্তন ডাইরেক্টর কাজী তুহিন আক্তার, ফাউন্ডার মেম্বার জুবাইরা সাকি জিপসী এবং মেম্বার আনোয়ারা রিনু,এছাড়াও চর্ট্টগ্রাম জেলার মীরস্বরাই, পেকুয়া, হালিশহর, ষোলশহর, পাহাড়তলী, সদরঘাট, মাঝির ঘাট, ফিরিঙ্গি বাজার, পাচলাইশ-এ মাস্ক বিতরণ করা হয়। বক্তব্য: সিএমপি পাহাড়তলী থানা অফিসার ইনচার্জ হাসান ইমাম/চট্টগ্রাম উইম্যান চেম্বারের ডাইরেক্টর মোস্তারী মোরশেদ স্মৃতি।