দাউদকান্দি উপজেলার গৌরীপুর হিলফুল ফুজুল মানবসেবা তরুন সংঘের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সরকারপুর মধ্যপাড়া বাইতুন জামে মসজিদ মাঠে প্রায় তিন শতাধিক শীতার্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী আ: বারেক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারপুর হিলফুল ফুজুল মানবসেবা তরুন সংঘের আহ্বায়ক মো: ইসমাইল হোসেন। সবুজ আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, নোমান মিয়া, মো: মিজানুর রহমান, জামাল হোসেন প্রধান, ফয়সাল আহমেদ, সোহেল মিয়া, ওসমান গনি, আবদি মেম্বার, শাহাদাত, ইউসুফ, রকিব হোসেন বাদল। সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রবাসী মো: শাহজাহান, মো: ফারুক, আহসান হাবীব সোহাগ সহ সংগঠনের সদস্যবৃন্দরা।মানবসেবায় ভূমিকা রাখায় অনুষ্ঠানে তিনজনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।