দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক কাউসার পারভেজ টিপু (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি ইন্তেকাল করেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম জানান, তাকে হৃদরোগ ইন্সটিটিউট ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যু কালে টিপু একই স্কুলের প্রাক্তন সহকারি সিনিয়র শিক্ষক (কম্পিউটার)পিতা হাবিবুর রহমান বিএসসি, মাতা, স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন। তার এই মৃত্যুতে সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্কুলের শিক্ষা সফরে গত ১৮ ডিসেম্বর কক্সবাজারে বুকের ব্যথায় অসুস্থ হলে প্রধান শিক্ষকের পরামর্শে সেখানেই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। কর্তব্যরত ডাক্তার তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন। পরে কিছুটা সুস্থতাবোধ করায় যেতে বিলম্ব ঘটে, শনিবার প্রধান শিক্ষকের সাথে টিপুর বাজারে দেখা হলে তাকে বিমর্ষ দেখে তিনি তাকে দ্রুত ঢাকায় যাওয়ার পরামর্শ দেন, বিকেলে অসুস্থ অবস্থায় রওয়ানা করে পরে ঢাকাতেই তার মৃত্যু হয়। গৌরীপুর বাজারে পারভেজ কম্পিউটার নামে একটি দোকান ছিল, ওখানে সাংবাদিকদের আড্ডা হতো, কেউ ফ্যাক্স- কেউ কম্পোজ -কেউ মেইল করার জন্য ওখানে যেতো। তার মৃত্যুতে শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।