চলো উচ্ছ্বাসে নিবিড় বন্ধনে, মিলিত হই বন্ধুর আহব্বানে এ স্লোগানকে ধারণ করে ২৪ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা অবধি কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর সূবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ব্যাচ-২০০৩ এর প্রথম রিইউনিয়ন প্রোগ্রাম সদস্যদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় “এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মো: সেলিম মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও বর্তমান ও প্রাক্তণ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। স্লোগানে আনন্দমুখর পরিবেশে, স্মৃতিচারণ, রাফ্যেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সফলতা লাভ করে। অন্যরকম আনন্দ অনুভূতির সৃষ্টি করে।এসএসসি ২০০৩ এর শিক্ষার্থীদের সারা দিনব্যাপী নানা আয়োজন মুখরিত ছিল এই রিইউনিয়ন প্রোগ্রামে ।প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন প্রথম বারের মত এই আয়োজনে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় দেশের সব জেলায়। আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা যেন দুস্থ মানুষের সহায়তায় ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তে।বর্তমান শিক্ষক ও মরণোত্তরসহ প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। দিনভর নানা আয়োজনে প্রাক্তন শিক্ষকদের ব্যতিক্রমধর্মী সম্মাননা প্রদান করেছে বিদ্যালয়ের ‘২০০৩ সালের ব্যাচের শিক্ষার্থীরা। এই আয়োজনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় রঙিন হয়ে উঠে বিদ্যালয় ক্যাম্পাস। সোনালী দিনের স্মৃতিচারণ করে কাটিয়েছেন দীর্ঘ সময়। সন্তানদের সাথে নিয়ে তারা ফিরে গেছেন স্কুল জীবনে। সময় করে প্রাক্তন শিক্ষকদের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিয়ে পেয়েছেন আত্মতৃপ্তি। এ যেন প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীর অন্যরকম মেলবন্ধনে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন এস.এম নাহিদ,ইয়ামিন,অনিক,তানিম আলামিন,পরিচালনায় নাহিদ,ফরহাদ,কবিরসহ ২০০৩ব্যাচের রিইউনিয়ন আয়োজনের সদস্যরা ।