দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে অবস্থিত মেঘনা ডায়াগনস্টিক সেন্টার লকডাউন ঘোষণা করা হয়েছে। ৮ জুন সোমবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনুর আলম সুমন এই লকডাউন ঘোষণা করেন। গত ৫ জুন শুক্রবার উপজেলার জিংলাতলী গ্রামের এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই ব্যক্তি মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে তার বুকের এক্সরে করান। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে বিভাগ লকডাউন ঘোষণা করা হয় এবং এক্সরে টেকনোলজিস্ট কে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। অপরদিকে গৌরীপুর বাসষ্ট্যান্ডের পুরাতন নৈইয়ার রোডে একটি মুদি দোকানকে লকডাউন করা হয়। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো: জাহিদ হাসানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।