কুমিল্লা দাউকান্দি উপজেলার শিক্ষা,ব্যবসা,ও স্বাস্থ্যখাতে মিনি সিটি নামে খ্যাত গৌরীপুর বাজার । দেশের চলমান পরিস্থিতে করোনা ভাইরাসের কারণে বাজার সীমিত করার লক্ষ্যে সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনদিন খোলা রাখার সিদ্বান্ত নিলে বাজারে লোক সমাগমে প্রচুর ভীড় লক্ষ্য করা যায়,এর ফলে ক্রেতা ও বিক্রেতাদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয় নানানভাবে । সামাজিক দুরুত্ব বজায় রাখার বিপরীত এরফলে দেখা যায় । ব্যাংক,মুদি দোকান,সবজী বাজারে ক্রেতাদের ভীড় লেগেই থাকতো । এই নিয়ে বেশ কিছু নীতিবাচক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ও সংবাদ মাধ্যমগুলোতে এর চিত্র তুলে ধরা হয় । গৌরীপুর বাজারের অনেক ব্যবসায়ীদের মন্দা অবস্থার কারণে ব্যবসায়ীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন । বাজার তিন দিন রাখার সিদ্ধান্তে সামজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ক্ষোপ প্রকাশ করতেও দেখা যায়। অবশেষে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের নিদের্শে গৌরীপুর বাজারের নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারসহ চট্রগ্রাম বিভাগীয় কমিশনারকে এলাকাবাসী, ব্যবসায়ী ও ক্রেতাগণ অভিনন্দন জানিয়েছেন । গৌরীপুর বাজার প্রতিদিন খোলা রাখায় সূচনা ডট টিভিতে একাধিকাবার মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার ও বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান গৌরীপুর বাজারের ক্রেতা ও ব্যবসায়ীরা । ব্যবসায়ীরা জানান যুগোপযোগী এই সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত । তারা বলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের সকল দায়িত্বশীল কর্মর্কতাদের কাছে আমরা কৃতজ্ঞ ।