রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন

গৌরীপুর বাজারে শিশু চালকের কবলে এক পথচারী নিহত

আলমগীর হোসেন
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৯৬ Time View

আজ রাতে কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর বাজারের এক চাল ব্যবসায়ী জুতিশ চন্দ্র সাহা নামে (৭০) এক পথ চারী নিহত হয়েছেন । তার পরিবার সূচনা টেলিভিশনকে জানান ভুলিরপাড়ে যাবার পথে এক শিশু অটো চালক গতিবেগ হারালে এমন দুর্ঘটনায় নিহত হন তিনি । ঘটনার সাথে সাথে তাকে চিকিৎসা দিতে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । নিহত ব্যক্তির পরিবার জানিয়েছেন গৌরীপুর বাজারে এই ধরণের অপরিকল্পিতভাবে মনিটরিং ও শিশু চালক দিয়ে অটো-সিএনজি এর প্রতিকার হিসেবে সমাধানে যেন প্রশাসনে এগিয়ে আসেন । তিনি বলেনআমরা প্রশাসনের নিকট অনুরোধ করবো অচিরে যেন এই বাজারের শৃঙ্খলা রক্ষায় ও সুন্দর পরিবেশ বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231