৬মে বুধবার দুপুর ২টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সাথে এক মতবিনিময় সভা হয়।সভায় দেশের চলমান করোনা ভাইরাসে ঝুঁকি এড়িয়ে স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনা করার আহ্ববান জানান দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম। করোনা পরিস্থিতির মধ্যেও আসন্ন ঈদ ঘিরে আগামী ১০ মে থেকে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত শর্তসাপেক্ষে দোকান-পাট ও শপিংমল খোলা রাখার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পরিপ্রেক্ষিতে নিরাপদ দূরত্বসহ যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবস্থা নিতে সব বাণিজ্য সংগঠন ও দোকান মালিক সমিতির ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন ,জীবিকার তাগিয়ে জীবনকে বিপন্ন করা যেন না হয়। তিনি আরো বলেন পণ্য ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে, প্রতিটি শপিং মলে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়ার ব্যবস্থাসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শপিং মলে আগত ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে দোকান বা সপিংমলে প্রবেশ এবং অবশ্যই জীবাণুমুক্ত যথাযথ ব্যবস্থা রাখতে হবে। এই সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ- আ,স,ম আব্দুন নুর।গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজ্বী ওমর আলী মোল্লা,সাধারণ সম্পাদক,মো: নোমান মিয়া সরকারসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ।