এডিস মশা এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালী করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র । এছাড়াও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে ৫ আগষ্ট সোমবার দুপুরে দাউদকান্দির ঐতিহ্যবাহী বানিজ্যিক প্রাণকেন্দ্র গৌরীপুর বাজারে র্যালটি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে এক সামাবেশে বক্তব্য রাখেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম. আব্দুন নূর, গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী, পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ শেলিনা আক্তার, সূচনা টিভির চেয়ারম্যান মোঃ বাদল রিয়াজ, দাউদকান্দি প্রেস ক্লাবে সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মেডিনোভা হসপিটালের পরিচালক ইব্রাহিম রাসেল । ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান পালন করছে পুলিশ প্রশাসন । র্যালীতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।